শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ছয় জেলার পুলিশ সুপারদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এই আদেশে বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার করা হয়েছে। দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইনকে বদলি করে ফরিদপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির মিজানুর রহমানকে দিনাজপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনা জেলায় এবং ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নতুন এই বদলির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনে গতি ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সিএ/এমআরএফ


