আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার ও বিদেশে যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটে নতুন বিধিমালার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিধিমালায় বলা হয়েছে, প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। তবে পরিবেশবান্ধব ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা যাবে। যানবাহনসহ মিছিল, শোডাউন বা মশাল মিছিলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল হতে পারে। অন্য বিধি ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকার আর্থিক দণ্ডের বিধান রাখা হয়েছে।
একই সঙ্গে প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের বাধ্যবাধকতা আনা হয়েছে। পলিথিন ও রেকসিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রচারের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। প্রার্থী ও দলকে আচরণবিধি মেনে চলার জন্য অঙ্গীকারনামা দিতে হবে।
এছাড়া গুরুতর অপরাধের ক্ষেত্রে ইসি প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখবে। নতুন বিধিমালায় গণমাধ্যম সংলাপ, সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে একদিনে ইশতেহার পাঠের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।
আচরণবিধিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর বা ঘৃণাত্মক কনটেন্ট তৈরি করা যাবে না। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ, বিকৃত তথ্য বা উসকানিমূলক ভাষা ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ।
সিএ/এমআরএফ


