আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দিয়েছে সরকার। কোনো পুলিশ সদস্য যদি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “পুলিশের কোনো সদস্য যদি কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি ঘটনার তদন্ত করা হচ্ছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, বিদেশে পালিয়ে যাওয়া কিছু পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বর্তমানে সেই ক্ষমতা বহাল আছে। তবে নির্বাচনে তা বহাল থাকবে কি না, এখনই তা বলা সম্ভব নয়।”
সিএ/এমআরএফ


