মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ অবশেষে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। এই চালানটি দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তির আওতায় এসেছে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে।
সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে সরকার থেকে সরকার পর্যায়ের (জি টু জি) ক্রয় চুক্তির অধীনে গমের এই চালান বাংলাদেশে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর আগে, গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম বাংলাদেশে এসে পৌঁছেছিল। নতুন এই চালানটি পৌঁছানোর মাধ্যমে দেশে গমের মজুত আরও শক্তিশালী হলো বলে মনে করছে খাদ্য মন্ত্রণালয়।
বন্দরে পৌঁছানো গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে দ্রুত খালাসের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ নিয়ে বন্দরে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার কারণে বিকল্প উৎসে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র থেকে এই গম আমদানি করা হচ্ছে।
সিএ/এমআরএফ

                                    
