আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ বিভাগ ৮ জুলাই এক চিঠির মাধ্যমে বিদেশ সফর সীমিতকরণের বিষয়ে নির্দেশনা দিয়েছিল। তবে দেখা যাচ্ছে, অনেক মন্ত্রণালয় ও বিভাগ ওই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না। এমনকি কিছু ক্ষেত্রে উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন এবং একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন— যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থী।
এ অবস্থায়, আগের সব নির্দেশনার প্রতি গুরুত্ব দিয়ে পরিপত্রে পুনরায় বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত জরুরি কারণ ব্যতীত কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না। একই সঙ্গে বিদেশ সফর প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিএ/এমআরএফ


