প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হবে।
বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, “অ্যাপের মাধ্যমে বিদেশি ভোটাররা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে ব্যালট পেপারও থাকবে। এতে ভোট দিতে চান কি না—তার জন্য ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর অপশন থাকবে।”
তিনি আরও বলেন, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। এজন্য ইসি ইতোমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছে।
এদিকে, কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং আইন অনুযায়ী নির্দেশনা দেবে। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।”
সিইসি বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবেই দেশের এই দুরবস্থা। পরিস্থিতি বদলাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। আমরা ‘রুল অব ল’ চাই, ‘রুল বাই ল’ নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচনকালীন যে কাজের দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায়ানুগ, আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালন করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সংকট মোকাবিলার প্রস্তুতি রাখার মানসিকতাও জরুরি।”
সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “প্রশিক্ষণটা ক্যারিয়ারের অংশ। শেখার কোনো শেষ নেই। তাই এই প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে অর্জিত জ্ঞান অন্যদের কাছে ছড়িয়ে দিতে হবে।”
সিএ/এমআর