প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি অনেকটাই যৌক্তিক। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
উপ-প্রেস সচিব লিখেছেন, “শিক্ষকরা বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য আন্দোলন করছেন। তাদের দাবি ন্যায্য। আমি গ্রামে বড় হয়ে সেই স্কুলে পড়াশোনা করেছি, শিক্ষকরা কীভাবে জীবনযাপন করেন তা চোখে দেখেছি। যদি এই দাবি পূরণ হয়, তবে তা সবার জন্য আনন্দের। তবে আন্দোলনের সময় জনদূর্ভোগ সৃষ্টি হলে তা দুঃখজনক।”
তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে শিক্ষকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি প্রস্তাবিত, এবং আগামী বাজেটের আগে আরও পাঁচ শতাংশ বৃদ্ধির বিষয়েও চিন্তাভাবনা চলছে। শিক্ষকদের মধ্যে অনেকে এখনই পুরো দাবির বাস্তবায়ন চাইছেন, যা বাস্তবসম্মত কিনা তা যাচাই করা দরকার।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও ন্যূনতম বাড়িভাড়া দুই হাজার টাকা। যার ফলে যাদের বেতন স্কেল ২০ হাজার টাকার কম, তাদের বাড়িভাড়া প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে। অধিকাংশ শিক্ষকের বেতন এই সীমার মধ্যে, তাই দাবির একটি বড় অংশ ইতোমধ্যে পূরণ হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, এমপিওভুক্ত স্কুলগুলোর শিক্ষকদের ন্যায্য দাবি সরকার বিবেচনা করবে। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের কারণে এমপিওভুক্ত হয়েছে, ছাত্র-শিক্ষক সংখ্যা কম হলেও। সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলেও এর প্রভাব দেখা গেছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, শিক্ষকরা বর্তমানে বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী পাঁচ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম দুই হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, “শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে আমি সবসময় সোচ্চার। সরকার শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও আধুনিকায়নের দিকেও কাজ করছে।”
সিএ/এমআর