ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৫ অক্টোবর) ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, “আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফলই হলো ‘জুলাই সনদ’। আপনারা অনেক ভেবে-চিন্তে মতামত দিয়ে এটিকে চূড়ান্ত রূপ দিয়েছেন। এর মাধ্যমে আপনারা ইতিহাসের অংশ হয়ে গেছেন। হয়তো এখনই এর গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না, কিন্তু সময়ই প্রমাণ করবে এর তাৎপর্য।”
তিনি আরও জানান, ‘জুলাই সনদ’-এর কপি সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হবে। “আমি যতদিন এখানে আছি, আপনাদের তৈরি এই গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ ও প্রচারের কাজ করবো। প্রত্যেক দলের কাছে এর কপি পাঠানো হবে, যাতে আপনারা জানতে পারেন—কোন কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। এই দলিলটি সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।”
প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, “‘জুলাই সনদ’-এ যেসব সিদ্ধান্ত এসেছে, সেগুলো শুধু কাগজে নয়, বাস্তব জীবনে এবং রাজনৈতিক চর্চায় বাস্তবায়ন করতে হবে।”
সিএ/এমআর