আগামী ৫ অক্টোবর পর্যন্ত দেশে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয়ভাবে প্রভাব ফেলতে পারে। এই সময়কালে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, এ বৃষ্টিবলয় রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগগুলিতে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও এর প্রভাব গভীরভাবে অনুভূত হবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদনদীর পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হয়েছে।
বৃষ্টিপাতের গড় পরিমাণ জেলার ভিত্তিতে হতে পারে — রংপুর ২৮০-৩৮৫ মিমি, রাজশাহী ১৭৫-২৫০ মিমি, খুলনা ১৬০-২১০ মিমি, ময়মনসিংহ ১৪০-২০০ মিমি, বরিশাল ১৫০-১৭০ মিমি, ঢাকা ১২০-১৭০ মিমি, সিলেট ৮০-১৩০ মিমি ও চট্টগ্রাম ৮০-২০০ মিমি।
বিডব্লিউওটি সতর্ক করে জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের পাহাড়ি অংশগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে উত্তালতার সম্ভাবনা রয়েছে, তাই নৌযান চলাচলে সতর্ক থাকতে হবে।
সিএ/এমআরএফ