রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সাত দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক মানবিক সমস্যা। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সংকট সমাধান সম্ভব নয়। তিনি মিয়ানমার সরকারের ওপর কার্যকর চাপ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সাত দফা সুপারিশ:
১. রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি।
২. মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ সৃষ্টি করে দ্রুত প্রত্যাবাসন শুরু।
৩. রাখাইন রাজ্যের স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সমর্থন ও পর্যবেক্ষণ নিশ্চিত করা।
৪. রাখাইন সমাজে রোহিঙ্গাদের টেকসই সংহতকরণের জন্য আস্থা তৈরির কর্মসূচি গ্রহণ।
৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য আন্তর্জাতিক দাতা তহবিল পূরণ করা।
৬. দায়মুক্তির অবসান ঘটিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং মাদক ও অর্থনির্ভর নরকো-অর্থনীতি ভেঙে দেওয়া।
৭. সীমান্ত-পারাপার অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া।
প্রধান উপদেষ্টা বলেন, “গণহত্যার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা চলমান। সমাধানহীন এই পরিস্থিতি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে।”
সিএ/এমআরএফ