ধর্ম অবমাননার অভিযোগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী অপূর্ব পাল কোরআন শরীফ অবমাননার ঘটনায় সরাসরি জড়িত। অভিযোগ রয়েছে, ঘটনার দিন তিনি কোরআন হাতে নিয়ে ফ্লোরে ফেলেছেন এবং পা দিয়ে পদদলিত করেছেন, যা মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। পুলিশ আরও জানায়, তিনি এ ঘটনা সম্পর্কে স্বীকারোক্তিও দিয়েছেন। তদন্তকারীরা জানাচ্ছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যেতে পারে, কেউ কি তাকে উসকানি দিয়েছে বা সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা হয়েছে কি না।
অপূর্ব পালকে প্রথম গ্রেপ্তার করা হয় ৪ অক্টোবর মধ্যরাতে। অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোরআন অবমাননা করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উত্তেজিত কিছু শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে বিক্ষোভ দেখায়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এর পর ভাটারা থানার উপ-পরিদর্শক হাসমত আলী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত ইতিমধ্যেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করেছেন।
সিএ/এমআর


