আগামী ১৫ অক্টোবর থেকে জামিন প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল জামিননামা কার্যকর করা হবে। বিচার বিভাগের নতুন ব্যবস্থায় আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর সংশ্লিষ্ট কারাগারে তা এক ক্লিকে পৌঁছে যাবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “বর্তমান ব্যবস্থায় আসামিকে জামিন পাওয়ার পর ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যার মধ্যে কিছু ধাপে অর্থ ব্যয় করতে হয় এবং হয়রানির সম্মুখীন হতে হয়। নতুন অনলাইন সিস্টেমে এই সব ঝামেলা দূর হবে।”
তিনি আরও জানান, সরকার নিজস্ব অর্থায়নে এই পাইলট প্রকল্প চালু করেছে এবং কোনো বাইরের সহযোগিতা নেওয়া হয়নি। ডিজিটাল জামিননামার মাধ্যমে আদালতের রায় থেকে আসামি মুক্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।
ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনসহ বিভিন্ন আইন—যেমন গুম আইন, দুদক আইন ও হিউম্যান রাইটস আইন—কিছু সপ্তাহের মধ্যে সমাপ্ত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক।
সিএ/এমআর