আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “নদী ভাঙন এই এলাকার একটি বড় সমস্যা। আমরা নির্বাচিত হলে পর্যায়ক্রমে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করব। গত ১৭ মাসে নেতা-কর্মীদের সহযোগিতায় আমরা এলাকায় অনেক কাজ করেছি। আগামীতেও আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটে ব্যস্ত ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমান দেশের মাটির টানে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন, সেইদিন সকালে আপনারা আপনাদের পবিত্র আমানত ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র রক্ষা করবেন।”
শেখ ফরিদ আহমেদ মানিক সকাল পৌনে ৯টায় বিষ্ণুপুর ইউনিয়নের আড়ং বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে,সকাল ৯টা: ৫নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় উঠান বৈঠক।সকাল ১০:১৫: মদিনা বাজার বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে ১, ২ ও ৩নং ওয়ার্ডের বৈঠক।দুপুর ১২টা: ৮নং ওয়ার্ডের বকাউল বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে বৈঠক।
বিকেল ৩টা থেকে তিনি কল্যাণপুর ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। সেখানে দাসাদী ছায়রা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন, কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৭নং দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক উঠান বৈঠকে অংশ নেন তিনি।
অনুষ্ঠানগুলোতে বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
এছাড়াও জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদল সভাপতি ইমান হোসেন গাজী এবং মহিলা দলের স্থানীয় নেত্রীবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর
সিএ/জেএইচ


