বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপি দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, “আমরা নিজেরা কোনো দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না। আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন।”
শুক্রবার (২৩ জানুয়ারি) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই হাইমচরের দীর্ঘদিনের প্রধান সমস্যা নদী ভাঙন নিয়ে স্থানীয়দের আশ্বস্ত করেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, “আল্লাহর ওপর ভরসা রেখে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে এই এলাকায় আর নদী ভাঙন না হয়। হাইমচরকে চাঁদপুরের মধ্যে একটি আধুনিক ও নান্দনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও যোগ করেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মসজিদ, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ এলাকার সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবকিছুই অত্যন্ত সততার সাথে সম্পন্ন করা হবে।
দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মানিক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তবে এ দেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমরা নিজেরা যেমন দুর্নীতিবাজ হবো না, তেমনি কাউকে দুর্নীতি করতেও দেব না। এই আদর্শ প্রতিটি নেতাকর্মীকে ধারণ করতে হবে।” এসময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন শিকদারের পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, রাশেদা বেগম হীরা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।খলিলুর রহমান, সহ-সভাপতি, জেলা বিএনপি। মাজহারুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।অ্যাড. কোহিনূর বেগম, আইন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি।
উঠান বৈঠক শেষে শেখ ফরিদ আহমেদ মানিক স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর প্রতিনিধি
সিএ/জেএইচ


