সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের দক্ষিণ পাশে উত্তরবঙ্গগামী লেনে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরগামী ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- সিরাজগঞ্জ-ব-১১-০০৭২) তল্লাশি করে যাত্রী মোঃ আঃ রশিদ ওরফে পল্টু (৫৫)–কে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ সদর থানার চর বনবাড়ীয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
তল্লাশিতে তার হেফাজত থেকে সর্বমোট ১ হাজার (১০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


