সিরাজগঞ্জের সলঙ্গা থানার পল্লিবিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রেজাউল করিম (৩০) নামে এক পল্লিবিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে সলঙ্গা থানাধীন চৌবিলা উত্তরপাড়া মাছিভাঙ্গা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম সলঙ্গা পল্লিবিদ্যুৎ সমিতির অস্থায়ী কর্মচারী ছিলেন। তিনি চৌবিলা উত্তরপাড়া শাওপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন তিনি পল্লিবিদ্যুতের একটি খুঁটিতে মেরামত কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় সলঙ্গা থানার উপপরিদর্শক (নিঃ) মোঃ মাহবুব কবিরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সলঙ্গা থানা পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিএ/জেএইচ


