ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে রাজশাহীতে হাড়কাঁপানো শীত নেমে এসেছে। টানা ঠাণ্ডা আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি। গত কয়েক দিনের তুলনায় আজ ভোরে ঠাণ্ডার তীব্রতা আরও বেড়েছে বলে জানান তিনি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে উত্তরের হিমেল হাওয়ার দাপট বেড়েছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা দ্রুত কমে যায়। এই ঠাণ্ডা বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে গত তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো ও শুকনো লাকড়ি জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। ভোর ও রাতের সময় বাইরে বের হওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। এর প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবায়ও।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শীতজনিত বিভিন্ন অসুস্থতায় প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।
সিএ/এএ


