জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে সরকার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণার ফলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং দেশের নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।
বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্ত জনগণের স্বাভাবিক চাহিদা ও রাজনৈতিক চুক্তির বিরুদ্ধ। এটি দেশের গণতান্ত্রিক মানদণ্ডে প্রশ্ন তুলেছে।”
এসময় জামায়াতের অন্যান্য শীর্ষ নেতা ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। মিয়া গোলাম পরওয়ার জানান, দলের নেতৃবৃন্দ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জনগণের দাবির প্রতি সরকার কতটুকু প্রতিক্রিয়া দেখাবে তা গুরুত্ব সহকারে দেখা হবে।
সিএ/এমআরএফ


