দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর অবশেষে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মফিজউদ্দিন সরকার মফিজ (৫৮) পুলিশের ফাঁদে ধরা পড়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে মফিজকে গ্রেপ্তার করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানিয়েছেন, ২০০৪ সালে রাজধানীর শ্যামপুর থানায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন মফিজ। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়, তবে রায় ঘোষণার আগেই তিনি গা ঢাকা দেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ কৌশলে দীঘিনালা এলাকা থেকে মফিজকে গ্রেপ্তার করে। তার এই গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘদিনের পলাতক আসামি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
মামলার সূত্রে জানা গেছে, মফিজের পলাতক থাকা এবং বিভিন্ন এলাকায় চিহ্নিত হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তার অবস্থান খুঁজে বের করার জন্য দীর্ঘদিন ধরে তৎপর ছিল। তার গ্রেপ্তারের পর মামলার পরবর্তী আদালত কার্যক্রম দ্রুত এগোবে বলে আশা করা হচ্ছে।
সিএ/এমআর


