লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই অফিসের পিয়ন নয়ন কুমারের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নয়ন কুমার ইউনিয়ন ভূমি অফিসে আসা এক সেবাপ্রত্যাশীর কাছ থেকে ঘুষের টাকা গুনছেন। বর্তমান সময়ে সকল ভূমি সেবা অনলাইনে চালু থাকলেও, নয়ন কুমার কৌশলে সেবাপ্রত্যাশীদের ভুল বুঝিয়ে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে দরকষাকষি করে ঘুষ নিচ্ছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি গোপন রাখতে তড়িঘড়ি করে কাকিনা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অন্যত্র বদলি করেন। কিন্তু অজ্ঞাত কারণে নয়ন কুমার এখনও পদে বহাল রয়েছেন।
সরেজমিন জানা গেছে, নয়ন কুমার ভূমি অফিসে বিভিন্ন মৌজার জমির নামজারি, খাজনা-খারিজ প্রদান, অনলাইন আবেদন, পর্চা উত্তোলনসহ অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা দিয়ে অনৈতিকভাবে অতিরিক্ত টাকা নিচ্ছেন, যা তার দায়িত্বের মধ্যে নেই। নয়ন কুমার অকপটে স্বীকার করেছেন, ডিসিআর বাবদ তিনি ১৫০০ টাকা গ্রহণ করেছেন, যার ১১০০ টাকা নিয়মিত ফি এবং ৪০০ টাকা যাতায়াত বাবদ।
অফিসের প্রাক্তন পিয়ন আব্দুস সালাম এখনো ভূমি অফিসে দালালি করছেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তার কাছে থাকে। নয়ন কুমারের প্রাইভেটকার শ্বশুরের উপহার, তবে দৈনন্দিন তেলের খরচের উৎস জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মেহেদী ইমাম জানান, ভিডিওটি দেখেছেন, তদন্ত চলছে এবং অপরাধ প্রমাণিত হলে বিধিমতো ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআর