ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তিন যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাকিব হোসেন (২৫), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২১ জানুয়ারি) রাতে লাকি বেগম (৩৪) নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রোগীর ছেলে রাকিব ভুল চিকিৎসার অভিযোগ তোলেন।
এ ঘটনার জেরে রাকিবের বন্ধু শাকিব হোসেন ফোন করে আরও ২০ থেকে ৩০ জন যুবককে হাসপাতালে ডেকে আনেন। পরে শাকিব ও তার সহযোগীরা হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।
এক পর্যায়ে তারা সেখানে দায়িত্বরত দুই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে চিকিৎসাসেবা ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতপরিচয় অন্য হামলাকারীরা পালিয়ে যায়।
আটক তিনজনকে বৃহস্পতিবার ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
সিএ/এএ


