রাজধানীতে প্রতিদিনই নানা প্রয়োজনে মানুষকে দোকানপাট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট দিনে সাপ্তাহিক ছুটির কারণে অনেক এলাকায় দোকান ও মার্কেট বন্ধ থাকে। প্রয়োজনীয় কেনাকাটার আগে বিষয়টি জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে দীর্ঘ যানজট পেরিয়ে গিয়ে দোকান বন্ধ দেখতে হলে সময় ও শ্রম দুটোই নষ্ট হয়।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও শপিংমল সাপ্তাহিক বন্ধের আওতায় থাকবে। এসব এলাকায় অবস্থিত দোকানপাট ও মার্কেটগুলোতে এদিন কেনাকাটা করা যাবে না। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ক্রেতাদের বিকল্প দিন কিংবা বিকল্প স্থানের কথা ভাবতে হবে।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাটের মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
এছাড়া মঙ্গলবার বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি বড় শপিংমল ও মার্কেট। এর মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।
সিএ/এএ


