রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে ঢাকায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে রাজধানীবাসী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা রেকর্ড করে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন তাপমাত্রা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিএ/এএ


