বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে ইতোমধ্যে জানা গেছে দলের পক্ষ থেকে। তবে তাঁর হাতে বৈধ বাংলাদেশি পাসপোর্ট না থাকায় কীভাবে দেশে ফিরবেন—এ নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাসপোর্ট না থাকলেও ট্রাভেল পাসের মাধ্যমে তিনি সহজেই দেশে ফিরতে পারবেন।
বিদেশে অবস্থানরত কোনো পাসপোর্টহীন বাংলাদেশি নাগরিক কেবল একবার দেশে ফেরার উদ্দেশ্যে ট্রাভেল পাস ব্যবহার করতে পারেন। এটি পাসপোর্ট নয় এবং অন্য কোনো দেশে ভ্রমণের জন্য ব্যবহার করা যায় না। সাধারণত পাসপোর্ট হারানো, মেয়াদ উত্তীর্ণ হওয়া অথবা অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের নাগরিকত্ব প্রমাণ সাপেক্ষে এ পাস দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা জানিয়েছে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিলেই তারেক রহমান ট্রাভেল পাস নিতে পারবেন। দেশে ফিরে তিনি চাইলে পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
২০০৮ সালে পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে গেলেও পরবর্তীতে তাঁর পাসপোর্ট নবায়ন হয়নি। এ বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন মত উপস্থাপন করেছে সরকার ও বিএনপি। তবে বর্তমানে তাঁর কাছে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই—এ তথ্য নিশ্চিত করেছে একাধিক সূত্র।
রাজনৈতিক নেতাদের মধ্যে এর আগে ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালে ভারতে আটক অবস্থায় পাসপোর্ট না থাকায় তিনি বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় দেশে ফেরেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে সরকার তাঁর ভ্রমণ নথি সংক্রান্ত যাবতীয় সহায়তা দেবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নিজের দেশে ফিরিয়ে নেওয়া প্রতিটি রাষ্ট্রের আন্তর্জাতিক বাধ্যবাধকতা।
বর্তমানে দলীয় নেতাকর্মীরা নজর রাখছেন—তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং ফিরেই ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন কি না, সে বিষয়ে।
সিএ/এমআরএফ


