রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি গোপন ককটেল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে ওই কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি উদ্ধার করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “কারখানাটি সম্পূর্ণভাবে গোপন স্থাপনায় পরিচালিত হচ্ছিল। সেখানে প্রচুর ককটেল তৈরি করা হচ্ছিল এবং সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। উদ্ধারকৃত ককটেল ও সরঞ্জামাদি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান এখনও চলমান এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, কারখানাটিতে তৈরি করা ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় বিতরণের পরিকল্পনা করা হয়েছিল। বিশেষত ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল সরবরাহের চেষ্টা চলছিল। পুলিশ এই ধরনের কার্যক্রমকে আইনবিরুদ্ধ হিসেবে উল্লেখ করেছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, অভিযান চলাকালে কারখানার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ ও ককটেল তৈরির যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। এটি এমন এক ধরনের বিপজ্জনক কার্যক্রম যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। মোহাম্মদপুর জোনের পুলিশ ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আরও নজরদারি চালাচ্ছে।
পুলিশ সাধারণ জনগণকে সতর্ক করেছে, কোনো সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে। তারা জানিয়েছে, আইনবিরুদ্ধ এই ধরনের কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআরএফ


