রাজধানীর মিরপুর বেড়িবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বেড়িবাঁধ মেইন রোডে ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের কিরণমালা পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা হঠাৎ আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা দুই শ্রমিকের একজন আগুনে দগ্ধ হয়ে নদীতে লাফ দেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, “ঘটনাটি নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় ঘটেছে। এক শ্রমিক নিহত হয়েছেন। কারা এই ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।”
সিএ/এমআর


