রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, “আজ সকালে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে দুটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ককটেলগুলো জব্দ করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি নিষিদ্ধ সংগঠন বা সহিংস কর্মসূচির সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি রাজধানীতে তেমন কোনো প্রভাব ফেলেনি। সকাল থেকে শহরের অধিকাংশ এলাকায় জনজীবন স্বাভাবিক থাকলেও সড়কে যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে।
সিএ/এমআরএফ


