রাজধানীর মিরপুরে বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। ঘটনাটি ঘটে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, হঠাৎ কয়েকজন মোটরসাইকেলে এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয়। এ সময় আশপাশে থাকা পথচারীরা এলাকা থেকে দ্রুত সরে যান। আগুনের ঘটনায় পুরো এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয় এবং এলাকাবাসী আতঙ্কে পড়েন।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, “এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি এবং দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিএ/এমআরএফ


