রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল সেবা সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় পুনরায় চালু হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এর আগে রোববার (২৬ অক্টোবর) ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু ঘটে। দুর্ঘটনার কারণে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তী পর্যায়ে আড়াই ঘণ্টা পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত, এবং সন্ধ্যা সোয়া সাতটায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল ধাপে ধাপে পুনরায় শুরু হয়। সোমবার সকালে ফার্মগেটের ক্ষতিগ্রস্ত পিলারে নতুন বিয়ারিং প্যাড স্থাপন এবং পরীক্ষামূলক ট্রেন চালানোর পর বেলা ১১টায় পুরো রুটে সেবা পুনরায় চালু করা হয়।
সিএ/এমআর


