ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করতে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় লাকসাম স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচনী জনসভার প্রস্তুতি সংক্রান্ত বিষয় জানতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত জামায়াত নেতারা জানান, জনসভায় দেড় লাখাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করবেন। এতে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সিএ/এএ


