ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল জনগণের সমস্যা জানতে ‘হ্যালো বাবুল’ নামের একটি অ্যাপ চালু করেছেন। এই অ্যাপের মাধ্যমে তিনি সরাসরি জনগণ ও তাদের এলাকার সব সমস্যা সম্পর্কে জানতে পারবেন এবং সমাধানের পরামর্শ দেবেন।
অ্যাপ চালুর পর বাবুল তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। আমাদের হ্যালো বাবুল অ্যাপের অভূতপূর্ব সাড়া। প্রচুর মানুষ আমাদের মেসেজ দিচ্ছেন, সমস্যার কথা লিখছেন। ইনশাআল্লাহ, শুধু নির্বাচনের সময়ই নয়, ফরিদপুর-৪ আসনের মানুষের সঙ্গে সবসময়ই এভাবে কানেক্টেড থাকতে চাই। দোয়ায় রাখবেন প্লিজ।’’
নেটিজেনরা বাবুলের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। আসিফ জায়েদী কমেন্টে লিখেছেন, ‘‘সুন্দর উদ্ভাবনী ধারণা। অ্যাপ্রিশিয়েট।’’, শাওন বিশ্বাস লিখেছেন, ‘‘সত্যি, এটা একটি প্রশংসনীয় উদ্যোগ’’ এবং মাশরুর রহমান লিখেছেন, ‘‘ইনোভেটিভ আইডিয়া।’’
সাজ্জাদ হোসেন মন্তব্য করেছেন, ‘‘জনতার আরো কাছাকাছি শহিদুল ইসলাম বাবুল ভাই।’’
ভাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট বলেন, ‘‘এটি আমাদের প্রার্থী বাবুলের একটি চমৎকার উদ্যোগ। এর মাধ্যমে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার মানুষ অ্যাপে মেসেজ পাঠিয়ে বা ফোন করে সরাসরি বাবুলের কাছে তাদের ব্যক্তিগত ও এলাকার সমস্যার কথা জানাতে পারছেন। তিনি তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।’’
সিএ/এএ


