বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় না এলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট প্রকট আকার ধারণ করবে। এতে সমাজে বিভক্তি তৈরি হবে এবং কোনো উন্নতি সম্ভব হবে না।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যোগ্য নেতা উল্লেখ করে মিন্টু বলেন, তার নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে।
মিন্টু বলেন, ‘১২ তারিখ ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। ধানের শীষে ভোট দিলে ধর্ম, বর্ণ বা দল নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে। যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাদের পাশে থাকব।’
ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকার স্থানীয় জনতার উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসংযোগ সভায় বক্তব্য রাখেন দাগনভূঞা থানা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনসহ দলের স্থানীয় নেতারা।
এর আগে আবদুল আউয়াল মিন্টু হাসান গনিপুর, পরে বসুমুন্সি বাড়ির দরজা, বৈরাগীর বাড়ি, মৌলভীবাজারসহ একাধিক এলাকায় গণসংযোগ করেন। এছাড়া তিনি স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারতও করেন।
সিএ/এএ


