শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে না।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
জেলা কমিটির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ সাংবাদিকদের জানান, ‘আমি এখন নির্বাচনী জনসভায় রয়েছি। আপনি যেটা বলছেন সেটা আমি বুঝেছি। মনে হয় ঘটনা সঠিক।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা বিএনপির পূর্বের কমিটি ভেঙে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির আহ্বায়ক ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলী এবং সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
এরপর ২০২৫ সালের ৫ জুন কেন্দ্রীয় বিএনপি ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ পান এ বি এম মামুনুর রশিদ পলাশ। কিন্তু মাত্র সাত মাসের মাথায় এই কমিটি স্থগিত হলো।
সিএ/এএ


