নির্বাচিত হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি বলেন, দল-মত নির্বিশেষে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দায়ের হওয়া মামলাগুলোর অবসান চান।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের কালাপুর ইউনিয়ন এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
উঠান বৈঠকে মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘সবাই জানেন দল-মত-নির্বিশেষে আমি ভোটে আসছি, আমি (কইছি) বলেছি আওয়ামী লীগের নামে যেসব মামলা আছে আমি তা তুলে নেব। তাদের নেতাকর্মীদের ওপর দুষ্কৃতকারীরা মামলা দিয়েছে, এই মামলাগুলো উঠাইয়া নেব।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজয় হয়েও আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন। আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।’
এদিকে রবিবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা-বাগান এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাই স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি। আপনারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামী লীগ আবার আসে, তখন অন্য চিন্তা করবেন, কাকে ভোট দেবেন।’
সিএ/এএ


