চট্টগ্রামে ছাত্রদলের মিছিলের ভিডিও করতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ার পর সাইদুল ইসলাম চিশতি নামের এক ছাত্রদল কর্মী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) সকালবেলা মিছিলটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে যাচ্ছিল। সমাবেশে ভিড়ের মধ্যে রিপন নামের এক বিএনপি কর্মীসহ আরও দুইজন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম চিশতি নগরীর কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক। তিনি জানান, ছাত্রদলের মিছিলে ভিডিও করতে গিয়ে চিশতির মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
ছাত্রদল নেতারা জানান, সাইদুল ইসলাম চিশতি দলীয় কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত উৎসাহী ছিলেন। তার বয়স মাত্র ১৪ বছর। মিছিলের আগে তাকে যেতে নিষেধ করা হয়েছিল, তবে দলের প্রতি ভালোবাসা থেকে তিনি মিছিলে যোগ দেন। নেতারা বলেন, “স্টেডিয়ামের পশ্চিম দক্ষিণ কোণ থেকে সিআরবির দিকে আমাদের মিছিল যাচ্ছিল। সাইদুল সামনে গিয়ে মিছিলের ভিডিও করছিল। ভিডিও করতে করতে সে মাথা ঘুরে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, তারেক রহমানের সমাবেশে অসুস্থ হয়ে রিপন নামের এক কর্মীসহ দুজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিএ/এএ


