ফেনীর সোনাগাজী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাঈদ হোসেন নুর (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
নিহত সাঈদ হোসেন নুর সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নাছির উদ্দীনের ছেলে। সে মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সীর হাট কেরামতিয়া (আরএম হাটকে) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল নুর। খেলার একপর্যায়ে মাঠের এক পাশে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই নুরের মৃত্যু হয়েছে।’
সিএ/এএ


