কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) এবং একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) কে পাঁচটি গুলি এবং একটি ছুরিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে আইনজীবী আই এম মাসুদুল হক (৫১)-এর বাসায় অভিযান চালিয়ে তাকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘টমছমব্রিজ এলাকা থেকে আরিফুলকে আটক করা হয়। তার মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্রের ছবি দেখে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাসুদুল হকের বাসায় অস্ত্র রয়েছে বলে তথ্য দেন। তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচটি গুলি জব্দ করা হয়।’
পরে দুজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
সিএ/এএ


