চাঞ্চল্যকর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এর ফলে বহুল আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন হিসেবে আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করা হয়। ওই দিন মামলার বাদী সাক্ষ্য দেবেন বলে আদালত সূত্র জানিয়েছে।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ আসামিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ভোর থেকেই আদালতের প্রবেশপথ ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়।
আদালত সূত্র জানায়, বেলা ১১টার দিকে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানি শেষে বিচারক দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, ‘আসামিরা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন। সাম্প্রদায়িক উসকানি দিয়ে আলিফকে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষ এ হত্যার বিচার চায়। আমরা আশা করি সাক্ষীদের সাক্ষগ্রহণের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার হবে।’
এ সময় নিহত আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন বলেন, আমরা ন্যায়বিচার চাই এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। আমি আমার ছেলের সুষ্ঠু বিচারের দাবি করছি।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার বাবা হত্যা মামলা করেন। এ ঘটনায় আলিফের ভাই ও পুলিশ বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরও দুটি মামলা দায়ের করেন।
২০২৫ সালের ১ জুন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সিএ/এসএ


