ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাতে মাঠিলা ও পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজনকে আটক করা হয়। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
এদিকে একই দিনে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ট্যাবলেটের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক পাঁচজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
সিএ/এএ


