জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতার বিষয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চালানোর দায়িত্ব বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের হাতে দেওয়া হয়েছে। এটি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের ঐক্যের পক্ষ থেকে মামুনুল হক সাহেব দায়িত্ব নিয়েছেন, তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। ওনারা ১০০ আসন প্রাথমিকভাবে চেয়েছেন। কখনো ৮০ আসনের কথাও শোনা গেছে। আসনসংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পারস্পরিক বোঝাপড়া।’
রাশেদ প্রধান জাগপার সহসভাপতি আরও জানান, অন্য ১০টি দলের সঙ্গে জোটে থাকার বিষয়ে আলোচনাও প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন আমাদের সঙ্গে আছে—এটাও বলব না। আবার চলে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টার মধ্যেই। রাত ৮টার সংবাদ সম্মেলনে সবকিছু জানিয়ে দেওয়া হবে।’
সিএ/এসএ


