দিনাজপুরের বিরল উপজেলায় শীতের তীব্রতা বাড়ার মধ্যে মানবিক উদ্যোগ হিসেবে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত ও অসহায় মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি বেস্টউল সোয়েটার কোম্পানির নির্বাহী পরিচালক মো. সিয়ামুল হাসান সিয়ামের নিজস্ব অর্থায়নে সম্পন্ন হয়। এ কার্যক্রম বাস্তবায়নে কোম্পানির ম্যানেজার হাজী মো. আব্দুল জব্বার সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
শীতবস্ত্র বিতরণকালে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আক্কারুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ (মেম্বার)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিএ/এএ


