পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ১০ জন নেতাকর্মীর পূর্বে প্রদত্ত দলীয় অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাজিরপুর উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে কলারদোয়ানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭নং ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ তালুকদার, ৬নং ওয়ার্ডের সদস্য মো. হাসনাত ডালিম, ৫নং ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি মো. রেজোয়ান, ৩নং ওয়ার্ডের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মো. জাফর বাহাদুর, নাজিরপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন হাজরা, ৯নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ খান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সোহেল মল্লিককে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় ফোরামে আবেদন করলে, দলের নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক পূর্বে প্রদত্ত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিএ/এএ


