গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এগারো সিন্ধু-প্রভাতী এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাত্রা করছিল।
দড়িপাড়া এলাকায় ট্রেন অতিক্রম করার সময় পেছনের গ বগির জয়েন্ট হুক খুলে যায়। ফলে গ ও ঘ নামের দুটি বগি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ট্রেনের পরিচালক এই পরিস্থিতি লোকোমাস্টারকে জানালে অবিলম্বে ট্রেনটি থামানো হয়। পরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের কর্মীরা দ্রুত বগি দুটি পুনরায় সংযুক্ত করেন।
বগি পুনরায় সংযুক্ত হওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টঙ্গী-ভৈরব রেলপথ ডাবল লাইন হওয়ায় বিকল্প লাইন ব্যবহার করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, ‘বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’
সিএ/এএ


