রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১), মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ পুরিয়া হেরোইন এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সিএ/এএ


