সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এ শৈত্যপ্রবাহের প্রভাব আপাতত কমার সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিন ও রাতজুড়ে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ সময় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, ফলে শীতের প্রকোপ আরও অনুভূত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থানগত কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে।
এদিকে রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে অন্যতম সর্বনিম্ন।
সিএ/এএ


