দিনাজপুর শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নির্মিত ‘লিচু চত্বর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে শহরের সুইহারী দিনাজপুর সরকারি কলেজ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে লিচু চত্বরের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এই চত্বর নির্মাণ করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ লিচু চত্বর পরিদর্শন করেন এবং এর নকশা, পরিকল্পনা ও ভাবনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে নগরের পরিচিতি আরও জোরালো করবে। একই সঙ্গে এটি পর্যটন, সংস্কৃতি ও নগর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জানে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, লিচু চত্বর দিনাজপুরের পরিচিতিকে দেশব্যাপী আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ নগরবাসীর মধ্যে ঐতিহ্য ও স্থানীয় কৃষিপণ্যের প্রতি আগ্রহ বাড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সিএ/এএ


