গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া শরীফ তৌহিদুল হক মেরী গোপিনাথপুর গ্রামের শরীফপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত শরীফ আ. হকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফারুক আলম জানান, শরীফ তৌহিদুল হকের কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়ে তাদের কাছে গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রটির বাঁট ও ব্যারেলের দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি। প্রাথমিকভাবে অস্ত্রটির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সিএ/এএ


