নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আজ আমার মনোনয়নপত্র জমা দিলাম।’
তিনি আরও বলেন, ‘আশা করছি, নেত্রকোনা-৩ আসনের জনগণ উন্নয়নের পক্ষে ধানের শীষে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে সবাইকে নিয়েই কেন্দুয়া-আটপাড়ার উন্নয়নে কাজ করে যাব।’
নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নেত্রকোনা-৩ আসনের সার্বিক উন্নয়ন আমার দৃঢ় প্রত্যয়। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।’
সিএ/এএ


