চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে উপজেলা ও পৌর পর্যায়ের পাশাপাশি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ উপজেলার সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী সময়ে সাংগঠনিক মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত স্থগিত থাকা কমিটিগুলো কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
সিএ/এএ


