রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকের টাকা না দেওয়ায় দেবরের কুপে ভাবি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম রেহেনা বেগম (৩৩)। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হুলাইল গ্রামের বারেক শেখের ছেলে শিপন শেখ (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার দুপুরে তিনি বড় ভাইয়ের স্ত্রী রেহেনা বেগমের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। রেহেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠা শিপন শেখ ঘরে থাকা দেশীয় অস্ত্র ‘দা’ দিয়ে রেহেনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিপন শেখকে গ্রেপ্তার করে। তবে ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শিপন শেখ এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত। এর আগেও তিনি একই পরিবারের আরেক সদস্যকে কুপিয়ে আহত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিএ/এএ


